ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণে নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জলবায়ু সহনশীলতা জোরদার ও টেকসই অর্থায়নে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, উদ্ভাবনী জলবায়ু সমাধান বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায় অপরিহার্য। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও সুইডেন দূতাবাস এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের অংশীদারত্বে আয়োজিত এই বার্ষিক পুরস্কারে পাঁচটি বিভাগে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
