ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসির কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিএনসিসির সঙ্গে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে জনতা ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সমঝোতাণ্ডস্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা-উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং জনতা ব্যাংক পিএলসির আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের জিএম মো. আনিছুর রহমান আকন্দ, গুলশান সার্কেল-২ কর্পোরেট শাখার ডিজিএম ফেরদৌসী বেগমসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
