আইএসইউতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হলো ‘পিঠা উৎসব ২০২৬’। গতকাল বুধবার সকালে আইএসইউ কালচারাল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। উপাচার্য বলেন, আমাদের পারিবারিক ও সামাজিকভাবে পিঠার গুরুত্ব অপরিসীম। পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশীয় পিঠা যেমন- ভাপা, নারিকেল দুধপুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি