আগের মতোই সাংবাদিকদের ভোটের পাস দেবে ইসি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহ করতে আগের মতোই ম্যানুয়ালি আবেদনে সাংবাদিকদের ভোটের পাস দেওয়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের দাবির মুখে অনলাইনে আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল আপনারা সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করবো। অনলাইনে যারা আবেদন করেছেন, যেগুলো হয়ে গেছে, সেটা তো আছে। কিন্তু আপনারা অতীতে যেভাবে পেতেন, সেভাবে যেন পান সে ব্যবস্থা করা হবে। তবে একটু সময় দিতে হবে। যদি বলেন আগামীকালকেই দিতে হবে, সেটা হবে না। একটু সময় দেন, পদ্ধতিটা আবার চালু করতে একটু সময় লাগবে।
কত সময় লাগতে পারে প্রশ্নে তিনি বলেন, পদ্ধতিগতভাবে জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য একটু সময় দেন। গতকাল সকালে আপনারা কথা বলেছেন। আমি বললাম, বিকালে আমরা জানিয়ে দেবো।
আপনাদের যেটা দাবি ছিল, ম্যানুয়াল সিস্টেমে প্রত্যাবর্তনের। আমরা নীতিগতভাবে রাজি হয়েছি। এখন আমি যদি আগামীকাল আপনাদের দিতে পারি, তাহলে একটা কাজ এগিয়ে যায়। আপনারা নিয়মিত যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, আমরা জানিয়ে দেবো। তিনি বলেন, অনলাইনে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, যাদের অনুমোদন দেওয়া আছে, সেটা বহল থাকবে। কিন্তু নতুন করে আর অনলাইনে নিবন্ধন করার দরকার নেই।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহের কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ভোগান্তিতে পড়েন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা জানান, আগামী রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
