ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৭৭ মামলা

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৭৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩০টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৯টি, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৬৩টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৪৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৩৫টি গাড়ি ডাম্পিং ও ২১২টি গাড়ি রেকার করা হয়েছে। গত বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।