একটি দল আ.লীগের রেখে যাওয়া টাকা নির্বাচনে খরচ করছে

বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া টাকা নির্বাচনে খরচ করছে।’ তিনি আরও অভিযোগ করেন, একটা পরিবার বাংলাদেশের সংস্কার কার্যক্রম ভণ্ডুল করে দিয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নির্বাচনি প্রচারণা চালানোর সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়েন।

নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রয়েছে অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষের শেয়ার বাজার থেকে অনেকের পকেটে টাকা কেটে নিয়েছিল। ব্যাংক ডাকাতি করেছিল, লোপাট করেছিল। ক্যাশ টাকা বিভিন্ন জায়গায় তারা রেখে গিয়েছিল। অন্য একটি দল আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পত্তি, টাকা দখল করেছে। ওই টাকাগুলো এই ইলেকশনে খরচ করছে।’ ‘দেখছেন না, মিডিয়ায় এক সেকেন্ডের বাইটের পরে আরেক সেকেন্ডের ‘ধানের শীষে ভোট দিন’ চলে আসে? মিডিয়াগুলোকে ক্রয় করা হয়েছে এবং গত এক বছরে চাঁদাবাজি করে যে ধরনের অর্থ তারা নিয়েছে, কালো বাজারির টাকা, জুয়ার টাকা, সন্ত্রাসী কার্যক্রমের টাকা, আওয়ামী লীগের টাকা- এই টাকা দিয়ে এখন তারা ঢাকা-১৭তে কড়াইল বস্তিতে ভোট কিনতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের থেকে ভোট কিনছে এবং কার্ড দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা চালাচ্ছে। আমরা ১১-দলীয় জোট বলবো, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, কালো টাকা, এগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই,’ যোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিযোগিতা নয় ‘অসম খেলা’ হচ্ছে মন্তব্য করে পাটওয়ারী বলেন, ‘আসলে যদি এমন হতো যে, একজন ভালো মানুষ পেয়েছি, তার সঙ্গে ভালো কথা বলবো, ডিবেট করব, এটাকে বলা হয় প্রতিযোগিতা। আমরা ডিবেট করায় অভ্যস্ত, অর্থাৎ আমরা কীভাবে ভালো কাজ করব? এখন যে প্রার্থীর সঙ্গে আমি পড়েছি, আসলে ডিবেট করার মতো না।