রংপুরে শহীদ শংকু সমজদার দিবস পালিত
প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ০০:০০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো
মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদার দিবস উপলক্ষে তার নামে প্রতিষ্ঠিত শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনে, গতকাল বুধবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোছাদ্দেক হোসেন বাবলু। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী, নাট্যব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মো. শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আফিফা ইশরত চেতনা প্রমুখ। স্কুলের শিক্ষক শারমিন আক্তার ও রওজাতুন নাহার প্রেমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেরদৌস আক্তার। অনুষ্ঠানে মাইশা তারান্নুম, কুয়াশা আক্তার এশা, প্রযুক্তা অক্ষর, ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি, সফুরা খাতুন ও ফারহানা আক্তার বীথি নৃত্য, সংগীত ও আবৃত্তি উপস্থাপন করেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা শহীদ শংকুর স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা দাবি করেন, শহীদ শংকুর সাহসিকতার গল্প আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে রংপুরের প্রথম শহীদ শংকু সমজদার। স্বাধীনতার ইতিহাসে, মাতৃভূমির জন্য যুদ্ধে রংপুরবাসীর ত্যাগ ও অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য পূর্বনির্ধারিত ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েছে সারা বাংলা। সারা দেশের মতো রংপুরেও দাউ দাউ করে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। দেশব্যাপী হরতালের ডাক দেন বঙ্গবন্ধু।
