আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভিার্সিটি, সিলেটের প্রথম ভিসি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হক যোগদান করেছেন। গত ১ এপ্রিল তিনি ভিসি হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করেছেন।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভর্সিটির উপাচার্য হিসেবে নিয়োগের আগে অধ্যাপক ডক্টর নাজমুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকতা করেন। জাবিতে ২০০০ সালে যোগদানকারী অধ্যাপক নাজমুল হক সর্বশেষ ওই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী অধ্যাপক নাজমুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকনমিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায়ই তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তার ২৫টিরও বেশি প্রকাশনা রয়েছে।