খুলনার পাইকগাছা পৌরসভার সব মন্দির সিসি ক্যামেরার আওতায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০ | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো
দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে একটি মহল তৎপর, ঠিক তখনই খুলনার পাইকগাছা পৌরসভার সব সার্বজনীন পূজা মন্দির সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে এ অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। মেয়র সেলিম জাহাঙ্গীর গতকাল বৃহস্পতিবার স্থানীয় থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে সিসি ক্যামেরা বিতরণ ও স্থাপন করেন। সিসি ক্যামেরার আওতায় আসা পৌরসভার মন্দিরগুলো হচ্ছেÑ বাজার মন্দির, পৌরসভার কেন্দ্রীয় বাতিখালী মন্দির, সরল কালিবাড়ী উপজেলা কেন্দ্রীয় মন্দির, সরল দাশ পাড়া মন্দির, শিববাটী পূর্ব ও পশ্চিম পাড়া মন্দিরসহ অন্যান্য মন্দির। এসব মন্দিরের প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরার আওতায় আনা হয়েছে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পৌরসভার সব মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে একদিকে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, অপরদিকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতেও ভূমিকা পালন করবে। মন্দির কমিটির নেতা মনোহর সানা, উত্তম সাধু, সন্তোষ কুমার সরদার বলেন, দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে একটি মহল তৎপর, ঠিক তখনই এ ধরনের উদ্যোগ অনন্য উদাহরণ সৃষ্টি করবে। সিসি ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, আবদুল গফফার মোড়ল, রবি শংকর ম-ল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ প্রমুখ।
