প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
রাতের নীরবতা ভেঙে পশু-পাখির মধ্যে মোরগ প্রথম জেগে ওঠে। সুবহে সাদিকের সময় থেকে মোরগ ডাকতে শুরু করে। মোরগের ডাক শুনে নামাজিরা জেগে ওঠে। স্নিগ্ধ পরশ মেখে তারা সালাত আদায় করে। কেউ কেউ এই মোরগের ডাক শুনে বিরক্ত হন। অথচ কোনো মোমিন ভোরবেলায় মোরগের ডাক শুনে বিরক্ত হতে পারে না। জায়েদ ইবনে খালিদ (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা মোরগকে গালি দিও না। কারণ সে সালাতের জন্য জাগায়।’ (সুনানে আবি দাউদ : ৫১০১)। রাসুল (সা.) আরও বলেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে, তখন আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাইবে। কেননা মোরগ একজন ফেরেশতাকে দেখেছে। আর যখন তোমরা গাধার চিৎকার শুনবে, তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কেননা সে একটা শয়তানকে দেখেছে।’ (সুনানে আবি দাউদ : ৫১০২)।
মোরশেদ জাহান