ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ন তু ন ব ই

বাতেনিদের ইতিহাস

বাতেনিদের ইতিহাস

বই : বাতেনিদের ইতিহাস

রচনা : মাহদি হাসান কাসেমি

সম্পাদনা : আবদুর রশীদ তারাপাশী

প্রকাশক : ইত্তিহাদ পাবলিকেশন

প্রচ্ছদ : মুহারেব মুহাম্মদ

পৃষ্ঠা : ৩৬৮

মূল্য : ৭৪০

সংযোগ : ০১৯৭৯ ৭৬৪ ৯২৬

ইসলাম চির ভাস্বর এক দীপ্তোজ্জ্বল আলোকবর্তিকা। যার সামনে ম্রিয়মাণ হয়ে গেছে জাহেলিয়াতের যাবতীয় কুহোর। ভেসে গেছে কুফরিপূর্ণ মানবরচিত বিকৃত ধর্ম। কিন্তু তাদের অনুসারীরা বসে ছিল না। সম্মুখ যুদ্ধের শক্তি হারিয়ে আশ্রয় নিয়েছে কূট-কৌশলের। ইসলামের মৌলিকত্ব বিনাশে গভীর ষড়যন্ত্রে রচনায় লিপ্ত। ফলে একেক করে মুসলমানরা ভাগ হতে থাকে। অস্তিত্ব লাভ করে বিভিন্ন দলে। বিভক্ত হয় শক্তির।

মুসলমানদের তখনকার দুরাবস্থার সুযোগ নিতে এগিয়ে আসে অগ্নিপূজকরা। পরামর্শে বসে তারা। কারণ, ইসলামের চেয়ে বড় আঘাত তারা কারো থেকেই পায়নি; যারা তাদের রাজত্ব বিনাশের সঙ্গে সঙ্গে অস্তিত্বও নিশ্চিহ্ন করে দিয়েছিল প্রায়।

সে ক্ষোভ থেকেই সিদ্ধান্ত হয় ইসলামের মৌলিকত্ব মিটিয়ে দেয়ার, এ ধর্মের বিধিবিধান বিকৃত করার। কৌশল হিসেবে অবলম্বন করে শিয়া মুসলমানের পরিচয়। নিজেদের দাবি করে জাফর সাদেক (রহ.)-এর ছেলে ইসমাঈলের অনুসারী ও তার অধস্তন পুরুষ হিসেবে। সঙ্গে সঙ্গে বাতেনি শরিয়তের স্লোগান তুলে মাঠে আসে মুসলমানদের ঈমান হরণের মিশনে।

এ সম্প্রদায়েরই আদ্যোপান্ত নিয়ে রচিত ‘বাতেনিদের ইতিহাস’। যেখানে চিত্রিত হয়েছে তাদের রাজত্ব গ্রহণপূর্বক ইসলামের কায়া পরিবর্তন ও মুসলমানদের নির্যাতনের লোমহর্ষক ইতিহাস। স্থান পেয়েছে তাদের বিভক্তি ও বর্তমান অবস্থান। বইটি লিখেছেন তরুণ আলেম মুফতি মাহদি হাসান কাসেমি। সম্পাদনা করেছেন প্রথিতযশা লেখক ও অনুবাদক আবদুর রশীদ তারাপাশী। ইত্তিহাদ পাবলিকেশন প্রকাশিত ৩৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৭৪০ টাকা। বইটি বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে ইসলমিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলায় ইত্তিহাদ পাাবলিকেশন (স্টল ৭৫)-এ পাওয়া যাচ্ছে। এ ছাড়া পাওয়া যাবে দেশের সব অভিজাত লাইব্রেরি ও অনলাইন বুকশপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত