মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লিপিকলা ক্যাম্পেইন

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিত্যজীবন প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ক্রেয়ন ম্যাগ নানা আয়োজন করেছে। এর মধ্যে আছে বাংলা লিপিচিত্র প্রদর্শনী, নতুন লেখকদের অংশগ্রহণে ওয়েবিনার, ঢাকার দুটি স্থানে দেওয়ালচিত্র অংকন। এছাড়া পরিকল্পনা করছে বাংলা ভাষার লিপিকলা সংক্রান্ত বই ও ব্রোশিয়র প্রকাশ। এরই অংশ হিসেবে ঢাকার ধানমন্ডি ও গুলশানের প্রধান দুই স্থানে দেওয়ালচিত্র অংকনের কর্মসূচি নেওয়া হয়। এখানে সমবেতভাবে বাংলা ভাষার প্রতি গুরুত্ব ও পৃথিবীর সব ভাষার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার ব্যাপারটি ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ক্রেয়ন ম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান। তানজিরাল দিলশাদ দিতান বলেন, বাংলা ভাষার লিপিকলাকে কেন্দ্র করে এ আয়োজন উত্তরোত্তর উৎকর্ষ সাধিত হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় তরুণ লেখক ও পাঠকদের নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালক ছিলেন ক্রেয়ন ম্যাগের এক্সিকিউটিভ দোলনচাঁপা দত্ত। প্যানেল আলোচনায় অংশ নেন লেখক ও সংগীতশিল্পী জুনায়েদ ইভান, ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক পারিসা ইসলাম খান ও জিটিভির ক্রীড়া প্রতিবেদক তায়িব অনন্ত। এছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইএমকে সেন্টারের গ্যালারিতে চলছে বাংলা লিপিকলা প্রদর্শনী। এটি চলবে ৪ মার্চ পর্যন্ত।