ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আয়োজন

নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিবাদের আহ্বান

নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিবাদের আহ্বান

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ২৯ নভেম্বর হয়ে গেল নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিবাদ আয়োজন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ক্রায়নমাগ এর আয়োজন করে। ২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে থিমেটিক ফটোশুট দিয়ে এ ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন মেহের আফাজ শাওন, আজরা মাহমুদ, বুলবুল টুম্পা, আইরীন খান, সাদিয়া রোশনি সূচনা। আলোকচিত্র ধারণ করেন অভিষেক ভট্টাচার্য্য। এ কার্যক্রমের অনলাইন ফটো ও পেইন্টিং এক্সিবিশন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ইএমকে সেন্টারের অনলাইনে দেখা যাবে এ আয়োজন।

আয়োজনের আলোচনায় অতিথি ছিলেন ওয়ার্ড কমিশনার শিরিন গাফফার, নার্গিস মাহতাব, ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন, ধানমন্ডি শাখার দপ্তর সম্পাদক গোলাম রব্বানী হিরু, যুবলীগ ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ অন্তু, ছাত্রলীগ ঢাকা উত্তরের সহ-সভাপতি মো. হানিফ ও হাজারীবাগ থানার সভাপতি আবুল হাসনাত বাহার। সাংস্কৃতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আজরা মাহমুদ, আইক্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইরিন খান প্রমুখ।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে সামাজিক সচেতনার বিকল্প নেই।

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, নারীর নীরবতার সুযোগ নিয়েই নির্যাতনের পরিধি বাড়ছে সমাজজুড়ে। নারী-পুরুষ নির্বিশেষে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে কর্মক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিবাদের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আবৃত্তি, সংগীত আয়োজন, পারফরম্যান্স আর্ট ও লাইভ পেইন্টিংসহ নানা পরিবেশনা ছিল এ আয়োজনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত