ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আয়োজন

আলমারির জামাকাপড় যত্নে রাখবেন যেভাবে

অনেকের ধারণা আলমারিতে তুলে রাখাই বোধহয় জামাকাপড়ের যত্নের শেষ কথা। আসলে আলমারিতে রাখলেও আলাদা করে যত্ন নিতে হয় পোশাকের-
আলমারির জামাকাপড় যত্নে রাখবেন যেভাবে

নানা ধরনের জামাকাপড় বিভিন্ন তাকে রাখুন। আলমারির একটি তাকে রাখলেন শাড়িগুলো। জিনস বা প্রতি দিন পরতে হয় এমন কয়েকটি পোশাক অন্য একটি তাকে একসঙ্গে গুছিয়ে রাখুন। আলমারিতে তোলার আগে জামাকাপড়গুলো ইস্তিরি করে নিন।

ভাঁজ করে রাখার চেয়ে ঝুলিয়ে রাখলে জামাকাপড় অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কমবেশি অনেকের আলমারিতেই দামি কিছু পোশাক থাকে। সবগুলো সম্ভব না হলেও সাধ করে কেনা সেই পোশাকগুলো ঝুলিয়ে রাখুন।

প্রতি দিন না হলেও এক দিন অন্তর আলমারি পরিষ্কার করুন। আলমারির প্রতিটি তাকে একটি করে ন্যাপথলিন রেখে দিন। এতে পোকা লাগার আশঙ্কা হ্রাস পাবে। ন্যাপথলিনের পাশাপাশি ল্যাভেন্ডার অয়েলও দু’য়েক ফোঁটা ছড়িয়ে রাখতে পারেন।

সকালে বেরোনোর থাকলে রাতেই পোশাক গুছিয়ে রাখুন। তাড়াহুড়োর সময়ে জামাকাপড় বার করতে গিয়ে আলমারি সবচেয়ে বেশি অগোছালো হয়ে পড়ে। তার চেয়ে আগে থেকে বার করে রাখাই ভাল। এতে জামাকাপড়ও যত্নে থাকবে। আলমারির সজ্জাও ঘেঁটে যাবে না। জামাকাপড় তোলার আগে দেখে নিন আলমারির গায়ে কোনও দাগ বা কিছু লেগে আছে কি না। নয়তো জামাকাপড়ে দাগ লেগে যেতে পারে। তাই বেশি ঝুঁকি না নিয়ে ভেজা একটি কাপড় দিয়ে আলমারির গায়ে ভালো করে বুলিয়ে নিয়ে তারপর পোশাক তুলে রাখুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত