ঈদের আর বেশি দিন বাকি নেই। অনেকেই আছে গরু-ছাগল কেনায় ব্যস্ত। আবার অনেকে আছে পোশাক-জুতা কেনায় ব্যস্ত। তবে এ সবের বাইরেও অনেকে ঢাকার বায়তুল মোকাররম মার্কেটে টুপি, তসবি, জায়নামাজ, আতর, মুরমা কিনতে। বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেল অনেক ক্রেতাই টুপি কিনছেন পোশাকের সঙ্গে মানিয়ে। আবার অনেকে বাবা-ছেলের একই রঙের টুপিও কিনছেন। শুধু টুপি নয়, এ মার্কেটে অনেকে আসছেন জায়নামাজ, তসবি, সুরমা, আতর বা সুগন্ধি কেনার জন্য। সেজন্য এখানকার এসব পণ্যের দোকানগুলোতে বেশ ভিড়। বায়তুল মোকাররম মার্কেটের উত্তর গেটের আল-ইসলাম ব্রাদার্সের স্বত্বাধিকারী মহিব উল্ল্যাহ রাজু বলেন, প্রতি বছরই রোজার ঈদ বা কোরবানির ঈদের আগের কয়েকদিন আমাদের দোকানে ভিড় বাড়তে থাকে টুপি, আতর, তসবি, সুরমা, সুগন্ধি, জায়নামাজ কেনার জন্য। আমাদের এখানে সব ধরনের দেশি-বিদেশি টুপি, তসবি, জায়নামা, আতর, সুগন্ধি, সুরমা পাওয়া যায়। ঈদ উপলক্ষ্যে আমরা এসব সামগ্রী বিশেষ ছাড়ে বিক্রি করি। টুপি, জায়নামাজ, সুরমা, আতর ছাড়াও আমাদের এখানে মহিলাদের চুল বাঁধার টুপি, হাত মোজা, পা মোজা, পায়ের তাবেয়া, চামড়ার মোজা, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, কোরআন শরিফ, বোরকা পাওয়া যায়। এসব সামগ্রী পাইকারি ও খুচরা কেনা যাবে।