আয়োজন
হাতে লেখা চিঠি নিয়ে উৎসব
প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক

ক্রেয়নম্যাগের উদ্যোগে অনুষ্ঠিত শেষ হলো হাতে লেখা চিঠির উৎসব ‘অসময়ের ডাক’। বিশ্ব সাহিত্য কেন্দ্রে ১৯ থেকে ২১ অক্টোবর এ আয়োজন চলে। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে হলুদ খাম কিংবা ক্রিং ক্রিং শব্দ করে সাইকেলে চেপে আসা ডাকপিয়নদের চিঠি বিলি করার দিন আজ অতীত।
ই-মেইল, ফ্যাক্স আর মুঠোফোনের ক্ষুদেবার্তার যুগে কেউ আর চিঠি লেখেন না কাউকে। অসময় যাচ্ছে হাতে লেখা ডাকের চিঠিতে। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে অস্থির গতিময়তায় ফলে অসময় যাচ্ছে এখন আমাদের পৃথিবীরও। তাই এ আয়োজন। এ আয়োজনে বসেছে চিঠিপ্রেমীদের মিলনমেলা।
অক্টোবরের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেয়নম্যাগের এ চিঠি উৎসবে যোগ দেয়ার আহ্বানে সাড়া দিয়ে বৈচিত্র্যময় সব চিঠি প্রেরণ করেছেন। সবার পাঠানো এসব চিঠি নিয়ে এ পত্র প্রদর্শনী।
