রঙ বাংলাদেশ অতীতের ধারা অব্যাহত রেখে পোশাক সৃজনে বিজয়ের পোশাক নিয়ে আয়োজন করেছে ‘বিজয় উৎসব’। আল্পনা থিম হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, গ্রিন, সি গ্রিন, বটল গ্রিন ও মেরুন। আর সহকারি রং হিসেবে আছে কমলা ও প্যারোট গ্রিন । দেশে ও দেশের বাইরে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে এসব সামগ্রী। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষ্যে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবেন বিজয় উৎসব। হাফসিল্ক কটন, জর্জেট, ভিসকস, লিলেন, সেমি পিওর কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, কাটিং সুইং ইত্যাদি। মেয়েদের রয়েছে শাড়ি, রেডি ব্লাউজ, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, শাল। এ ছাড়া সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে নিয়মিত কালেকশনের অংশ হিসেবে। শুধু মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক। পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, উত্তরীয়। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও রয়েছে বিজয় দিবসের পোশাক। এ সংগ্রহে রয়েছে বেবি শাড়ি, ফ্রক, থ্রিপিস ও সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি শার্ট, টি-শার্ট, কটি।
ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই ক্রেতারা পাবেন বিজয় উৎসবের পোশাক। শোরুমের পাশাপাশি পাওয়া যাবে অনলাইনেও।