রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাবাষিকী পালন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২০, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।  শনিবার দুপুর ১ টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রফিক সরকার, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর সভাপতি রবিউল ইসলাম রবি, আএনএস নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক কবি আব্দুল্লাহ হামীম, রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাকিল আহমেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম।

রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাবুজ্জামান হিরু, বর্তমান কমিটির সহ-সভাপতি এস এম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফুয়াদ হাসান ফরহাদ, কার্যকরী সদস্য তারেকুল ইসলাম তারেক, সাধারণ সদস্য আকতার হোসেন, আব্দুল্লাহ আল আমিন, এস কে মামুন, শরিফ হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন।
আলোচনা শেষে সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার পূর্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় আগামী ১ বছরের কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।