ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তীকালীন সরকার

সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম কমালো

সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম কমালো

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জ্বালানি বিভাগের ঘোষণায় জানা গেছে, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পূর্বে, ডিজেল ও কেরোসিনের দাম ছিল লিটার প্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা, যা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে। অন্যদিকে, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার অগাস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করতে ব্যর্থ হলেও, মার্চ থেকে দাম পুনঃনির্ধারণের প্রক্রিয়া চালিয়ে আসছে যা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত