ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক

বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রমিক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংকগুলোকে চলতি মূলধন ঋণ সীমার বাইরে বিশেষ বিবেচনায় নতুন ঋণ দেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এবং বাজারভিত্তিক প্রচলিত সুদ হারে দেয়া হবে। তবে ঋণের পরিমাণ গত ৩ মাসের গড় বেতন-ভাতার বেশি হবে না এবং এই ঋণের ওপর সুদ ছাড়া অন্য কোনো ফি বা চার্জ আরোপ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক থেকে গত রোববার জারি করা একটি সার্কুলারে বলা হয়, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি সক্ষমতা এবং দেশের আর্থিক প্রবৃদ্ধি ধরে রাখতে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধের লক্ষ্যে এই ঋণ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্কুলারে আরো উল্লেখ করা হয়, যেসব প্রতিষ্ঠান তাদের মোট উৎপাদনের অন্তত ৮০ শতাংশ রপ্তানি করে এবং মে থেকে জুলাই মাসের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে, তারাই এই সুবিধা পাবে। ঋণের অর্থ ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১ বছরের মধ্যে সমান কিস্তিতে মাসিক বা ত্রৈমাসিক হিসাবে আদায় করা যাবে। এই উদ্যোগের ফলে রপ্তানিমুখী শিল্পগুলো তাদের শ্রমিক-কর্মচারীদের সময়মতো বেতন-ভাতা পরিশোধ করে উৎপাদন অব্যাহত রাখতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত