ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলু, পেঁয়াজ ও ডিমের শুল্ক কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের

আলু, পেঁয়াজ ও ডিমের শুল্ক কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের

ট্যারিফ কমিশন সম্প্রতি আলু, পেঁয়াজ ও ডিমের শুল্ক-কর কমানোর প্রস্তাব দিয়েছে। বন্যা ও মূল্যস্ফীতির কারণে বিশেষত আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর হ্রাসের বিষয়ে আলোচনা চলছে। ট্যারিফ কমিশন থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রেরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আলু, পেঁয়াজ ও ডিমের সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে করে এসব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে দাম আরো বাড়তে পারে। চিঠিতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি) ও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আলু ও ডিমের ক্ষেত্রে সিডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ৩ শতাংশ আরডি সম্পূর্ণ তুলে নেয়ার সুপারিশ করা হয়েছে। যদিও এনবিআর এখনো এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে আলু ও পেঁয়াজের শুল্ক-কর কমানোর বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এনবিআরের একজন কর্মকর্তা জানান, মূল্যস্ফীতির কারণে পেঁয়াজ ও আলুর শুল্ক কমানো হলেও সরবরাহ নিশ্চিত করতে আরো পদক্ষেপ নেয়া জরুরি। এ ছাড়া, ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ক্ষুদ্র খামারিদের দুর্ভোগও বিবেচনায় রাখা হবে। এদিকে, ডিম, চিনি ও ভোজ্যতেলের শুল্ক-কর কমানোর বিষয়েও বিশ্লেষণ চলছে, যদিও এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত