ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংক খাতে সুশাসনে কড়া বার্তা নতুন গভর্নর

ব্যাংক খাতে সুশাসনে কড়া বার্তা নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংক খাতে দুর্নীতি, জাল-জালিয়াতির বিরুদ্ধে কড়া বার্তা দিতে যাচ্ছেন। তিনি সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আস্থা অর্জন, ঋণ আদায় বৃদ্ধি, খেলাপি ঋণ কমানো এবং সেবার মান বাড়ানোর ওপর জোর দেবেন। গতকাল বুধবার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ব্যাংকার্স সভায় তিনি এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত থাকবেন। ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেয়ার পর ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বেশ কিছু কার্যক্রম শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেন এবং বেশ কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেন। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি আরো কঠোর করেছেন এবং ডলারের প্রবাহ বাড়াতে কিছু পদক্ষেপ নিয়েছেন। আজকের ব্যাংকার্স সভায় তিনি ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করতে কী ধরনের পদক্ষেপ নেবেন, সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। নতুন গভর্নরের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন ব্যাংকাররা, বিশেষ করে দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে তার অবস্থান নিয়ে। অতীতে ব্যাংকার্স সভা মাসিকভাবে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে তা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়নি। আজকের সভাটি ব্যাংক খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত