ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংকের ঋণের বিশাল অংশ এস আলমের হাতে পুনর্মূল্যায়ন

ইসলামী ব্যাংকের ঋণের বিশাল অংশ এস আলমের হাতে পুনর্মূল্যায়ন

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ব্যাংকটির ঋণের অর্ধেকেরও বেশি একাই নিয়েছে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। তিনি বলেন, এসব ঋণের পূর্ণাঙ্গ হিসাব বের করা হচ্ছে এবং বন্ধক হিসেবে দেয়া সম্পদের পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সম্পদের দাম বেশি দেখিয়ে ঋণ নেয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ওবায়েদ উল্লাহ আরো জানান, কিছু ঋণের বিপরীতে সম্পদ বন্ধক রাখা হয়নি, এ ধরনের সম্পদের খোঁজে আইন মন্ত্রণালয়ের সহায়তা নেয়া হচ্ছে। তিনি বলেন, এসব সম্পদ চিহ্নিত করার পর ব্যাংকের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এই বিষয়ে খোলাখুলিভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন বলে উল্লেখ করেন। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রথম সভার পর ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত