ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের দ্বিতীয় (৫১৭তম) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অব.) ডা. মো. রেজাউল হক, মিসেস মাকসুদা বেগম, মো. আনোয়ার হোসেন, এফসিএ এবং মো. মোরশেদ আলম খন্দকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান, এফসিএস। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। গ্রাহকের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে ব্যাংকের সুদিন ফিরিয়ে আনতে আমানত সংগ্রহ ও খেলাপি বিনিয়োগ আদায়ের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত