ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেজারি বিলের নিলামের ফলাফল

ট্রেজারি বিলের নিলামের ফলাফল

গত রোববার ৯১-দিন, ১৮২-দিন এবং ৩৬৪-দিন মেয়াদি ট্রেজারি বিল এর ১৪/২০২৪-২৫ নং নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৯১-দিন মেয়াদি বিলের জন্য পূর্ব নির্ধারিত ৪,০০০.০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৭,৫৬৩.৪৮ কোটি টাকার ২৯৪টি দরপত্র, ১৮২-দিন মেয়াদি বিলের জন্য পূর্ব নির্ধারিত ২,০০০.০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৩,৩৬৩.৩১ কোটি টাকার ১২৬টি দরপত্র এবং ৩৬৪-দিন মেয়াদি বিলের জন্য পূর্ব নির্ধারিত ১,৫০০.০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ২,৯৬০.৩২ কোটি টাকার ১৪১টি দরপত্র দাখিল হয়। তন্মধ্যে, অকশন কমিটি কর্তৃক যথাক্রমে ৯১-দিন মেয়াদি বিলের জন্য ২৭৪টি দরপত্র গৃহীত হয় যার মূল্যমান দাঁড়ায় ৪,৯০৩.৪৮ কোটি টাকা, ১৮২-দিন মেয়াদি বিলের জন্য ১০৫টি দরপত্র গৃহীত হয় যার মূল্যমান দাঁড়ায় ১,৭২৯.৩১ কোটি টাকা এবং ৩৬৪-দিন মেয়াদি বিলের জন্য ১২০টি দরপত্র গৃহীত হয় যার মূল্যমান দাঁড়ায় ১,৬১৪.০৭ কোটি টাকা। গৃহীত দরপত্রসমূহের অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের পরিসর ছিল যথাক্রমে শতকরা ১১.৩৮-১১.৪৮ ভাগ, ১১.৬৫-১১.৭২ ভাগ ও ১১.৫০-১১.৮৯ ভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত