ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোচিত বড় শিল্পগোষ্ঠী

মালিকানা হস্তান্তর স্থগিত রাখতে এনবিআরের চিঠি

মালিকানা হস্তান্তর স্থগিত রাখতে এনবিআরের চিঠি

বিভিন্ন সময়ে আলোচিত দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, নাসা, সামিট, ওরিয়ন এবং নগদ লিমিটেডের মালিকানা হস্তান্তর স্থগিতের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব দায়িত্ব গ্রহণের পরদিনই যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে এই চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের আয়কর আইনের ২২৩ ধারার আওতায় সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের ক্ষমতা এনবিআরের রয়েছে এবং চলমান তদন্তের ভিত্তিতে এই শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কর ফাঁকি ও অন্যান্য গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে।

সরকার পরিবর্তনের পর, বড় শিল্পগোষ্ঠীগুলোর বিরুদ্ধে থাকা দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত শুরু করে প্রশাসন। বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন ও নাসার মালিকদের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়। এছাড়া, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী নগদ লিমিটেডের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত