সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৫১৯তম বোর্ড সভা গত ৯ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অব.) ডা. মো: রেজাউল হক, মাকসুদা বেগম, মো: মোরশেদ আলম খন্দকার এবং মো: আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান এবং কোম্পানি সেক্রেটারি মো: নাজমুল আহসান। সভার আলোচনায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, নীতি নির্ধারণ এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দও সভায় অংশ নেন এবং ব্যাংকের উন্নয়ন ও সেবা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মতামত প্রদান করেন।
