ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

ডিম ও মুরগির বাজার তদারকিতে এফবিসিসিআই

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করেছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

গতকাল রোববার এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এফবিসিসিআই-এর বাজার মনিটরিং সেল বাজার পরিদর্শন করে এবং ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করে। পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মো. হাফিজুর রহমান।

ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি। এফবিসিসিআই এর বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিমণ্ডমুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন হাফিজুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত