ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

গম, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ ছাড়া সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে। দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য কেনা এ সারে ব্যয় হবে ২৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সার আমদানির অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে কাফকো থেকে ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৫.৬২৫ মার্কিন ডলার। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কম্পানির কাছ থেকে ১০ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত