মিডল্যান্ড ব্যাংকের নতুন উপশাখার উদ্ধোধন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পুরান ঢাকার নবাবপুরের হাজী ওসমান গনী রোডের মাজেদ সরদার টাওয়ার-১ এ মিডল্যান্ড ব্যাংকের একটি নবাবপুর উপশাখা এবং নবাবপুর এসএমই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবাবপুর উপ শাখা এবং নবাবপুর এসএমই সেন্টারের উদ্বোধন করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিনিয়ার নির্বাহীরা এবং অত্র এলাকার ব্যবসায়ীরা। শাখা প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের নবাবপুর উপশাখা এবং নবাবপুর এসএমই সেন্টারের বিভিন্ন গ্রাহক ও এলাকার ব্যবসায়ী ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইনিস্টিটিউশনাল ব্যাংকিং, রিটেল ডিসট্রিবিশন, এসএমই, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান, নবাবপুর উপ শাখার এরিয়া হেড, ক্লাস্টার হেড এবং উপশাখার ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যানের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করা হয়।