মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ধর্মপ্রাণ ওমরাহ যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় ও স্বাচ্ছ্যদময় ভ্রমণ নিশ্চিতকল্পে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মদিনা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট বৃদ্ধি করেছে। ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে মদিনা রুটে সপ্তাহে পাঁচটির স্থলে ছয়টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এরই মধ্যে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসসহ বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন।