ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পতনের ধারা কেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া দুই কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা মিললো। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই সূচকের পতন হয়। সেই সঙ্গে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে। এতে এক সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন ১১ হাজার কোটি টাকার ওপরে কমে যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দেয়ায় শেয়ারবাজার পতন থেকে বেরিয়ে আভাস দিচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এখন বছরের শেষ সময়। এখন শেয়ার বিক্রির চাপ কম। আবার আগামী বছরের শেষের দিকে সংসদ নির্বাচন হতে পারে বলে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। নতুন করে রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা শুরু না হলে শেয়ারবাজার পতন থেকে বেরি আসতে পারে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে।
