‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আরো আধুনিক ও উত্তম সেবার লক্ষ্য নিয়ে রূপালী ব্যাংক পিএলসি’র আইসিটি সিস্টেমস বিভাগের উদ্যোগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপকরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই অ্যাপ দিয়ে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ ও টিকেট ক্রয়সহ আরো অনেক সেবা গ্রহণ করতে পারবেন।