আরও একটি পোশাক কারখানা পেল এলইইডি সনদ
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও একটি তৈরি পোশাক কারখানা। নতুন করে এলইইডি সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানাটি হলো- এসপ্রিট অ্যাপারেলস লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২৪৪টিতে দাঁড়াল, যার মধ্যে ১০২টি প্লাটিনাম এবং ১২৮টি গোল্ড সনদপ্রাপ্ত। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটেড এলইইডি-প্রত্যয়িত সবুজ কারখানার মধ্যে বাংলাদেশে ৬৮টি অবস্থিত।