অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অস্বাভাবিক মুনাফার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম ও ক্রাউডফান্ডিংভিত্তিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। অনেক সময় এই ধরনের উদ্যোগের আড়ালে ব্যক্তিগত তথ্য—বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে।
