এইচএফসিএলের শরীয়াহ সুপারভাইজরি কমিটির নতুন সদস্য ড. মুহাম্মদ খাইরুল
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হলেন ড. মুহাম্মদ খাইরুল ইসলাম। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. খাইরুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষাজীবনে ড. খাইরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থানে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পবিত্র কোরআনে হাফেজ এবং বিটিভি, বাংলা ভিশন, এটিএন বাংলাসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। দেশি-বিদেশি জার্নালে ইসলামী ব্যাংকিং, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর ১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি। ড. খাইরুল দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপনও করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
