অর্থ উপদেষ্টার সঙ্গে বিএএফসি প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ এসোসিয়েশন অফ ফাইন্যান্স কোম্পানিস (বিএএফসি) এর চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের নেতৃত্বে গত ২৭ জুলাই পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে তার নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে ইসলাম চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ফাইন্যান্স কোম্পানিগুলোর অবদানের কথা উল্লেখ করেন এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ফাইন্যান্স কোম্পানিগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি ফাইন্যান্স কোম্পানিগুলোতে চলমান সংকট ও সমস্যাসমূহ মোকাবিলার জন্য তারল্য ও নীতি সহায়তা কামনা করেন এবং কোম্পানিগুলোর সংকট ও সমস্যাসমূহ নিরসনকল্পে সম্ভাব্য সমাধানসহ একটি পত্র উপদেষ্টাকে হস্তান্তর করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন।
সভায় বিএএফসির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, এ্যালাইন্স ফাইন্যান্সের চেয়ারম্যান জওহর রিজভী, আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং ইসলামিক ফাইন্যান্সের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন চিশতি। এসময় সদস্যরা ফাইন্যান্স কোম্পানিগুলোর সংকট ও সমস্যাসমূহ বিস্তারিত ব্যাখ্যা করেন এবং আরিফুল ইসলাম বিএএফসির মূল বক্তব্যের সারসংক্ষেপ উপস্থাপনা করেন।
