প্রাইম ব্যাংকের সঙ্গে বিকাশের চুক্তি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অধিক দক্ষতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর বিশেষায়িত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্টসেবা ব্যবহার করবে বিকাশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা ই-মানি সঞ্চয় এবং সেটি ক্যাশ করার প্রয়োজনে সার্বক্ষণিক ভিত্তিতে বিকাশ চ্যানেল অ্যাকাউন্ট ও বিশেষ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সহজেই ফান্ড ট্রান্সফার করতে পাবেন। এই প্রক্রিয়া একটি এপিআই ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যা সব ছুটির দিনেও কার্যকর থাকবে। এছাড়াও, বিকাশ প্রাইম ব্যাংকের অমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে সব ধরনের অভ্যন্তরীণ লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
