এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এবি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত এবং ড. নাসিমা এ রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন করা হয়। সভায় পরিচালক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৪ গৃহীত হয়। এছাড়াও, ২০২৫ সালের জন্য এমএম রহমান এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এসএফ আহমেদ এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এবছর এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সব নীতিনির্ধারক, শেয়ারহোল্ডাররা, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি