শেয়ারবাজার বাড়ছে কোটিপতি বিনিয়োগকারী

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজার ছাড়ছেন ছোট বিনিয়োগকারীরা, বিপরীতে বাড়ছে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের ৩০ জুন এবং চলতি বছরের ৩০ জুন সময়ের তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে বিএসইসি। এদিকে চলতি বছরের ৩০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব কমেছে ৩৭ হাজারের ওপরে। বিও হিসাব কমার তালিকায় স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরাও রয়েছেন। সেই সঙ্গে কমেছে কোম্পানির বিও হিসাব। বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউব অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব নয়। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। বিএসইসির প্রতিবেদনে বিনিয়োগকারীদের বিও হিসাবকে ৯টি ধাপে ভাগ করা হয়েছে। যেসব বিও হিসাবের পোর্টফোলিও ভ্যালু (বিনিয়োগ করা শেয়ার ও মিউচুলয়াল ফান্ডের ইউনিটের মূল্য) ৫০০ কোটি টাকার বেশি, সেটি রাখা হয়েছে প্রথম ধাপে। আর সর্বনিম্ন ধাপে রাখা হয়েছে ১ লাখ টাকার কম পোর্টফোলিও ভ্যালু থাকা বিও হিসাব। বিএসইসি ৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তার বেশি পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন বিও হিসাবকে বৃহৎ বিনিয়োগকারী হিসেবে অভিহিত করেছে। আর মাঝারি বিনিয়োগকারী বলা হয়েছে ৫০ লাখের বেশি ও ৫০ কোটি টাকার নিচের পোর্টফোলিও-কে। ১ লাখ থেকে ৫০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারী বলা হয়েছে। যে পোর্টফোলিও এর ভ্যালু ১ লাখ টাকার কম তাকে অতি ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়েছে।