বগুড়ায় মধুমতি ব্যাংকের টাউন হল মিটিং

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর বিভাগের ‘টাউন হল মিটিং’ গত ৮ আগস্ট বগুড়ার ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। তিনি ব্যাংকের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাহকসেবায় কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এবং রাজশাহী, রংপুর, বগুড়া, নওগাঁ, পাবনা, সৈয়দপুর, পীরগঞ্জ শাখাসমূহের শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি