নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

জেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে নাটোর জেলায় ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা। উল্লিখিত সময়ে দাবির পরিমাণ ৭ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকা হলেও ক্রম পুঞ্জীভূত বকেয়াসহ কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অর্থাৎ শতকরা ১০৪ দশমিক ৮১ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। জেলা প্রশাসকের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সিংড়া উপজেলায় সর্বোচ্চ ১ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। বড়াইগ্রাম উপজেলায় ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা, নাটোর সদরে ১ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা, লালপুরে ১ কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকা, গুরুদাসপুরে ১ কোটি চার লাখ ১৮ হাজার টাকা, নলডাঙ্গায় ৬৭ লাখ সাত হাজার টাকা এবং বাগাতিপাড়া উপজেলায় ৫৯ লাখ ৮১ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। একই সময়ে অর্পিত সম্পত্তির লিজমানী আদায়ের হার ১০৭ দশমিক ৩৪ শতাংশ। ৭৭ লাখ ৪৭ হাজার টাকা দাবির বিপরীতে ক্রম পুঞ্জীভূত বকেয়াসহ আদায় হয়েছে ৮৩ লাখ ১৬ হাজার টাকা। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, এখন ভূমি উন্নয়ন কর আদায়ে জনদুর্ভোগ নেই। ডিসিআর, দাখিলা প্রাপ্তির ক্ষেত্রে অপ্রতুলতা নেই। যে কোনো ব্যক্তি খুব সহজেই ভূমি অনলাইনে কর দিতে পারছেন। তবে সার্ভারে গতি আসলে নাগরিক সেবার মান উন্নয়ন হবে বহুগুণে।