বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের কমিটি পুনর্বহাল

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে যা রহিত করা হয়। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন মহোদয়ের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রহিতকরণ আদেশ প্রত্যাহার করা হয়। ইতোপূর্বে উপমহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহকারী মহাব্যবস্থাপক মো. হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি; সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মণ্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি