বাজারে আসছে পাটের ব্যাগ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অবশেষে বাজারে আসছে বহুল প্রতীক্ষিত পরিবেশবান্ধব পাটের তৈরি সোনালি ব্যাগ। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এই ব্যাগের বাজারজাত কার্যক্রম শুরু হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্যাগগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৭৫ টাকার মধ্যে। রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন। দেখতে একেবারেই প্রচলিত পলিথিনের মতো হালকা ও টেকসই হলেও এ সোনালি ব্যাগ সম্পূর্ণ ভিন্ন। এই সোনালি ব্যাগ মাটিতে ফেললে মিশে যাবে। ফলে দূষিত হবে না পরিবেশ। পাশাপাশি একাধিকবার ব্যবহার করা যায় এই ব্যাগ। দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে সূক্ষ্ম পাট সেলুলোজ থেকে এ ব্যাগ তৈরির চেষ্টা চালিয়ে আসছিল সরকার। ২০১৬ সালে আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ খান প্রথমবারের মতো পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ২০১৭ সালের ১২ মে বিজেএমসির উদ্যোগে পচনশীল সোনালি ব্যাগ তৈরির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়। রাজধানীর ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডে স্থাপন করা হয় উৎপাদন প্ল্যান্ট। সেখানে প্রথমে মেশিনে পাটের সেলুলোজ থেকে শিট তৈরি এবং পরে হাতে সেলাই করে ব্যাগ উৎপাদন শুরু হয়।