শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখা স্থানান্তর
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মুরাদপুর শাখা গতকাল রোববার থেকে নতুন ঠিকানায় (দি ওয়াজীহুনবাগ, মির্জারপুল, হোল্ডিং নং-০৭, কাতালগঞ্জ, পাঁচলাইশ, চট্টগ্রাম) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম রাশেদ সরওয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মুরাদপুর শাখার ব্যবস্থাপক মো. মঞ্জুর হোসেন খান। গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির, পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম এবং ইকুইটি প্রোপার্টিজের চেয়ারম্যান ও ভবন মালিক মাহফুজুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক এটিএম কামরুদ্দিন চৌধুরী, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
