বৈশ্বিক ফ্যাশন শিল্পে টেকসই সাপ্লাই চেইনে গুরুত্ব

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পোশাক শিল্পে অংশীদারত্ব জোরদার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজিএমইএ এবং বৈশ্বিক ব্র্যান্ড প্রতিনিধিদের মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই বৈঠকে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি অংশ নেন।

আলোচনায় টেকসই সাপ্লাই চেইন গড়ে তোলা, সমন্বিত আচরণ বিধি প্রবর্তন, শ্রম সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, পণ্য বৈচিত্র্যকরণ এবং বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রম সংস্কার ও টেকসই শিল্প পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এরইমধ্যেই বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি ব্র্যান্ডগুলোকে এ ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার আহ্বান জানান। বৈঠকে ব্র্যান্ড প্রতিনিধিরা সরবরাহ চেইনে লজিস্টিক উন্নয়ন, কাস্টমস জটিলতা নিরসন, পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং ফ্যাশন ডিজাইনিংয়ের মাধ্যমে শিল্পে প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে টেকনিক্যাল ডিজাইন সেকশন চালু ও কারখানায় তরুণ ফ্যাশন ডিজাইনার নিয়োগের পরামর্শ দেন। বিজিএমইএ নেতারা আরও উদ্ভাবনী ও উচ্চমানের পণ্য উৎপাদনে ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান এবং শিল্পকে প্রতিযোগিতামূলক ও নৈতিকভাবে শক্তিশালী করতে বেটার প্রাইসিং মডেল ও ইফিশিয়েন্সি মডেল প্রণয়নের ওপর গুরুত্ব দেন। বৈঠকে অংশ নেওয়া ব্র্যান্ড প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।