কলম্বিয়ার কয়লা রপ্তানি কমেছে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ইসরায়েলে কয়লা বিক্রি নিষিদ্ধের কয়েকদিন পর দেশটির কয়লা রপ্তানি কমে গেছে। কলম্বিয়ার কয়লা রপ্তানি জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক কমেছে।

সরকারি তথ্যে জানা গেছে, বৈশ্বিক মূল্য সংকটের মধ্যে লাতিন আমেরিকার শীর্ষ কয়লা উৎপাদনকারী দেশ কলম্বিয়ার এ খাত আন্তর্জাতিক মূল্যের ধস এবং দেশীয় নীতির কারণে টানা পাঁচ প্রান্তিকে সংকুচিত হয়েছে।

জাতীয় প্রশাসনিক পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, দেশটি জুলাই মাসে ৪৭৯.৮ মিলিয়ন ডলার মূল্যের কয়লা রপ্তানি করেছে, যা ২০২৪ সালের জুলাই মাসে বিক্রি হওয়া ৮৮৫.৮ মিলিয়ন ডলারের তুলনায় ৪৫.৮ শতাংশ কম। বিশ্বব্যাপী দাম কমার পিছনে কলম্বিয়ার স্থানীয় খনি ইউনিয়নগুলো ইন্দোনেশিয়ায় উৎপাদন বৃদ্ধিকে দায়ী করেছে।গাজায় প্রাণঘাতী যুদ্ধের প্রতিবাদে গত মাসে প্রেসিডেন্ট পেত্রো দ্বিতীয়বারের মতো একটি ডিক্রি জারি করে ইসরায়েলের বিরুদ্ধে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দেন। ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ ছিল কলম্বিয়া। এর আগে ২০২৪ সালের জুনে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। টেকসই অর্থনীতির বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বামপন্থি এই প্রেসিডেন্ট কয়লার ওপর বাড়তি কর আরোপ করেছেন এবং দেশকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত করার চেষ্টা করছেন।