মিডল্যান্ড ব্যাংক ও মিলভিক বাংলাদেশ লিমিটেডের এমওইউ স্বাক্ষর
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং মিলভিক বাংলাদেশ লিমিটেড (সুইডিশ হেলথটেক) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মিলভিক বাংলাদেশ লিমিটেড ডিজিটাল স্বাস্থ্যসেবা ও বিমা সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় একটি সুইডিশ হেলথটেক প্রতিষ্ঠান। এই কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে কাজে লাগিয়ে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও সরবরাহ উন্নত করা। এ সহযোগিতা শুধুমাত্র নগর এলাকায় নয়, বরং গ্রামীণ ও দুর্গম অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগ বিস্তৃত করবে, যাতে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ৭ সেপ্টেম্বর মিডল্যান্ড ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং মিলভিক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মি. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
