আগস্টে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় গত মাস আগস্টে ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে এই সতর্কতার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউস যথাক্রমে- কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড। যেসব ব্যক্তিকে সতর্ক হতে বলা হয়েছে- ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ পরিচালক, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথ পরিপালন করার জন্য সতর্ক করা হয়েছে।
