পুলিশ সদস্যদের ছাতা দিল এনসিসি ব্যাংক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১,০০০টি ছাতা প্রদান করেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানির নিকট প্রতীকীভাবে একটি ছাতা হস্তান্তর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানি এনসিসি ব্যাংকের এই মহতী উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনসিসি ব্যাংকের মতো অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের বাইরে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংক শুধু মুনাফাই করে না বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্র ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১,০০০টি ছাতা প্রদান করা হয়েছে। সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
